New Update
/anm-bengali/media/post_banners/scmE0yWrwXRJo2JeEnn5.jpg)
নিজস্ব প্রতিনিধি -কিছুক্ষন আগেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এক পোস্ট শেয়ার করেছেন অভিনেতা বরুন শর্মা। যার আসল পরিচয় আমরা ফুকরে ছবি থেকে পাই। শেয়ার করা সেই পোস্টে দেখা যাচ্ছে একটি ক্ল্যাপবোর্ড এর ছবি এবং তাতে লেখা ফুকরে ৩। এবং সেখানে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "শুরু হো গায়ি জয় মাতা দি।" তা দেখে মনে করাই হচ্ছে যে ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েগেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us