/anm-bengali/media/post_banners/q1RegD1PcI3v21FquyDI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভূতের নামে থানায় অভিযোগ দায়ের করলেন ব্যক্তি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটে। জানা গিয়েছে, এক ব্যক্তিকে হেনস্থা করে দুই ভূত। এরপরেই জামবুঘোড়ার পঞ্চমহল জেলার পুলিশ স্টেশনে অভিযোগ রুজু করেছেন ওই ব্যক্তি। পুলিশ কর্মীদের কাছে তাঁর আর্জি, 'আমাকে বাঁচান, ওঁরা আমাকে মেরে ফেলবে'। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁকে আশ্বাস দেন থানায় কর্তব্যরত পুলিশ অফিসারেরা। লিখিত অভিযোগও নেওয়া হয়। এমনকী তাঁকে নিরাপত্তা প্রদানের কথাও বলা হয়েছে। এক পুলিশ কর্মী জানান, ওই ব্যক্তি উদভ্রান্তের মতো থানায় এসেছিলেন। তাঁর দাবি ছিল, তিনি চাষে ব্যস্ত থাকাকালীন ভূতেদের গ্যাং আচমকাই তাঁকে ঘিরে ধরে এবং খুনের হুমকি দেয়। থানায় যেন তাঁকে থাকতে দেওয়া হয়।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7581 / https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7537
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us