New Update
/anm-bengali/media/post_banners/7WiwKSzEyVjuBtI9gmjL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে ৬ জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে। ফলে ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১১টি ও নির্দলরা ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস একটি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতা, কর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। ২ জনকে দল বহিষ্কারও করা হয়। চাঁপদানি পুরসভায় বোর্ড গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর। এবারও বজায় থাকল সেই ধারা। কটাক্ষ করেছে বিজেপি।
নিজস্ব সংবাদদাতাঃ নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে ৬ জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে। ফলে ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১১টি ও নির্দলরা ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস একটি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতা, কর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। ২ জনকে দল বহিষ্কারও করা হয়। চাঁপদানি পুরসভায় বোর্ড গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর। এবারও বজায় থাকল সেই ধারা। কটাক্ষ করেছে বিজেপি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us