নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের ফল নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি টুইট করে লেখেন, 'বুধবার পুরভোটের ফলাফলের পর, আমি ফোন পাচ্ছি, "কেন আপনি সেখানে বসে টুইট করার পরিবর্তে কিছু করছেন না"? আমার বয়স ৭৭, এবং বিজেপির নিয়ম অনুযায়ী, সক্রিয় রাজনীতির বাইরে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার মতামত জানিয়েছি। ডিউটি সম্পন্ন হয়েছে। গতকাল আমরা যে ভূমিধ্বস দেখেছি তা বিরল সময়ে একবার ঘটে। যেমন, ১৯৫২ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন। কিন্তু ২০২২ সালে, বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের অপশাসনে কোনও কর্মসংস্থান নেই, কোনও শিল্প নেই এবং দলের গুন্ডাদের দ্বারা ব্যাপক চাঁদাবাজি (তোলাবাজি) রয়েছে!'