নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে আগুন। বেড়েই চলেছে অশোধিত তেলের দাম। প্রায় প্রত্যেকদিনই রেকর্ড ছাড়িয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। আজ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম গত নয় বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। ২০১৩-র ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১৮ ডলারের স্তরে পৌঁছে গিয়েছে।