নিজস্ব সংবাদদাতাঃ আবারও পুলিশ পরিচয় দিয়ে লুটপাটের অভিযোগ উঠল কলকাতায়। এ বার অভিযোগকারী দেওঘরের বাসিন্দা, সোনা-রুপোর এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, বিধাননগর রোড স্টেশন থেকে ট্রেন ধরার সময়ে তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এর পরে তল্লাশির নামে তাঁর সঙ্গে থাকা প্রায় ১৩ লক্ষ টাকার রুপো এবং দেড় লক্ষ টাকার সোনা লুট করা হয়। ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সূত্রের খবর, তদন্তে নেমে ‘পুলিশ’ লেখা একটি মোটরবাইক চিহ্নিত করা গিয়েছে।