বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স পড়ে নষ্ট হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে

author-image
Harmeet
New Update
বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স পড়ে নষ্ট হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে

নিউজ ডেস্ক, মেদিনীপুরঃবিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স পড়ে নষ্ট হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মেদিনীপুর বিধানসভার বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স পড়ে নষ্ট হচ্ছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত অফিসে ঢোকার ফটকের ডানদিকে গাছের নীচে পড়ে থেকে রোদ জলে নষ্ট হচ্ছে। কার আমলে নষ্ট তৃণমূল না বিজেপির! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

করোনা পরিস্থিতিতে চাহিদার তুলনায় সংখ্যায় কম অ্যাম্বুলেন্স। দরকারে মিলছে না। মিললেও যে ভাড়া চাওয়া হচ্ছে, তা অনেক বেশি। চাঁদড়া এলাকায় কোনো রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হলে ভরসা পিক-আপ ভ্যান বা পণ্যবাহী অটো। রোগী শুনলেই কোনো প্রাইভেট গাড়ি মিলে না। গাড়ির অভাবে হাসপাতাল নিয়ে যেতে দেরি হওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ গুড়গুড়িপাল এলাকায়। এমন পরিস্থিতিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। যা নিয়ে ক্ষোভ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা বলেন, 'অনেকবার পঞ্চায়েত সদস্য সহ নেতাদের বলেছি অ্যাম্বুলেন্সটিকে চালানোর জন্য কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।' মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত মৃগেন্দ্রনাথ মাইতির বিধায়ক তহবিলের টাকায় চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছিল এই অ্যাম্বুলেন্সটি। তখন ক্ষমতায় তৃণমূল। ২০১৮ সালে পঞ্চায়েতে ক্ষমতায় আসে বিজেপি। অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হচ্ছে, এর দায় বিজেপির উপরই চাপিয়েছে তৃণমূল। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা নয়ন দে বলেন, "এলাকাবাসীর সুবিধার্থে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে বিজেপি পঞ্চায়েতে বোর্ড গঠন করার পর এভাবে ফেলে রেখে দেয় না চালিয়ে। তিনি আশ্বাস দেন, পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করলে অ্যাম্বুলেন্সটা চালানোর ব্যবস্থা করা হবে। পঞ্চায়েতে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন থেকেই অ্যাম্বুলেন্সটি পড়ে ছিল বলে দাবি বিজেপি নেতা সুজয় দাসের। তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় আসার পর মেকানিক ডেকে দেখানো হয়েছিল সারাইয়ের জন্য। মেকানিক জানিয়েছিল অ্যাম্বুলেন্সের বহু পার্টস নেই। সারাইয়ের থেকে নতুন কেনা ভালো।" তৃণমূল না বিজেপি কার জন্য পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, সেই তর্কে যেতে রাজি নন স্থানীয়রা। তাঁদের দাবি, করোনার তৃতীয় ঢেউয়ের আগে অ্যাম্বুলেন্সের সুবিধা যেন মানুষজন পান।



আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7554 https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7550
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm