New Update
/anm-bengali/media/post_banners/3jkjmEpISvMCvlF7S4Fn.jpg)
দ্বিগবিজয় মাহালী-সাংবাদিক সম্মেলনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতি বলেন, 'মেদিনীপুর সচেতন পৌরসভা পঁচিশের মধ্যে কুড়িটা আসনে জয়লাভ করেছে। এবং আরো খুশি হয়েছি মানুষ মুখের উপরে বিজেপিকে জবাব দিয়েছে।' এদিকে জুন মালিয়া মেদিনীপুর বাসীকে ধন্যবাদ জানান, এবং ১১ জনের মধ্যে ৯ জন মহিলা জিতেছেন তাই বিশেষত ধন্যবাদ সেই মহিলা প্রার্থীদের জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us