New Update
/anm-bengali/media/post_banners/vZNU2Bll26TkiOlAqkUQ.jpg)
নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ আজ চিকিৎসক দিবস। সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সম্পূর্ণ ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, তারা হলেন ডাক্তার। আজ ডক্টর্স ডেতে দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত কর্মচারীদের রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী প্রতিনিধি অতনু সিংহ ও তাঁর সহযোগীরা দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে ফুলের তোড়া মিস্টি দিয়ে শুভেচ্ছা জানান। অতনু বাবু বলেন, 'সমাজের অন্যতম মুল অঙ্গ হল চিকিৎসকরা। আর যারা চিকিৎসা করেন তাদের এই মহতি দিনে আমরা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছি।'
আরও খবরঃ
For more details visit anmnewsenglish.in
Follow us at https://www.facebook.com/anmnewsEnglish
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us