নষ্ট করা হল বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নষ্ট করা হল বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : মঙ্গলবার অন্ডালের বাসকা মাঠসংলগ্ন নদীর পাড়ে নষ্ট করা হল বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি। উপস্থিত ছিল দমকল, জিআরপি, অন্ডাল থানার পুলিশ। দুর্গাপুজো, কালীপুজো সহ উৎসবের সময় শব্দবাজি নিয়ে করা নির্দেশিকা জারি করেছিল আদালত। নির্দেশ কার্যকর করতে তৎপর ছিল প্রশাসন। উৎসবের সময়কালে রেল পুলিশ অন্ডাল রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করেছিল প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এতদিনে বাজেয়াপ্ত করা বাজি রাখা ছিল রেল পুলিশের অধীনে। সেই সব বাজি নষ্ট করা হয় বাসকা সংলগ্ন নদীপাড়ে প্রশাসনের উদ্যোগে। উপস্থিত ছিলেন রানীগঞ্জ দমকল বিভাগের আধিকারিক পলাশ কান্তি মুখার্জি, অন্ডাল জিআরপি ওসি সুজয় ঘোষ, অন্ডাল থানার এএসআই পলাশ কাঞ্জিলাল সহ অন্যরা। দমকল আধিকারিক পলাশকান্তি মুখার্জী জানান এদিন নির্বিঘ্নে বাজি গুলি নষ্ট করা হয়েছে। দূষণ এড়াতে বাজি নষ্ট করার পর সেখানে জল স্প্রে করা হয় বলে জানান তিনি।