তালিকার নীচে নামার আশঙ্কায় মেদভেদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তালিকার নীচে নামার আশঙ্কায় মেদভেদ



নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া নিজের আগ্রাসনের জন্য ক্রমশ কোণঠাসা হচ্ছে গোটা জগত থেকে। ক্রীড়া জগতেও স্থান পাচ্ছে না রাশিয়া। গত বছর এটিপি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছিলেন দানিল মেদভেদ। কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে তাঁর সেই জায়গা আদৌ থাকবে কি না। রাশিয়ান সব খেলোয়াড়দের নিষিদ্ধ করা হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে। আর কারণেই মেদভেদের স্থান নিয়ে উঠছে প্রশ্ন।