New Update
/anm-bengali/media/post_banners/sAO9Rt4SBwCFCP0DY8JJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিগ তালিকার শেষ দল হিসাবেই ইস্টবেঙ্গল রয়ে যাবে এবারের আইএসএল-এর মরশুমে। কিন্তু তবুও কোচ মারিও রিভেরা সমর্থকদের উপর থেকে আস্থা হারাচ্ছেন না। তিনি তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমরা চেষ্টা করছি। আমাদের লড়াই আপনারা দেখেছেন। পরের ম্যাচে জেতার চেষ্টা করব। জিতলেই সেই জয় আপনাদের উৎসর্গ করব। মরশুম শেষে নতুন করে দল গড়তে হবে। ক্লাবের ইতিহাশ ফিরে পেতে শূন্য থেকে শুরু করতে হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us