New Update
/anm-bengali/media/post_banners/VIv81IzCqkukHs9UGmmo.jpg)
দিগ্বিজয় মাহালি, পিংলা : বাড়ির ওপর পড়ল আস্ত এক অর্জুন গাছ। হঠাৎ করেই ঝড়ে পড়ে যায় গাছটি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কাঁটাপুকুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা নিমাই নাগের বাড়িতে উপড়ে পড়ে অর্জুন গাছটি। বাড়ির ওপর এই গাছ পড়ায় যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন নিমাই নাগ। যদিও প্রশাসনিক কোনো সাহায্য এখনও তিনি পাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us