/anm-bengali/media/post_banners/P4MqrxKH72N6gLwj60Yw.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ঠিক চার মাসের মাথায় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন থেকে পাঁচিল টপকে চম্পট দিল তিন আবাসিক। লক্ষ্মী রাজপুত, আশা সরদার ও সুস্মিতা কালসা নামে এই তিন আবাসিক বৃহস্পতিবার ভোরে পাঁচিল টপকে চম্পট দেয় সরকারি এই হোম থেকে। ইতিমধ্যেই তিন আবাসিকের খোঁজে তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে লক্ষ্মী রাজপুতের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়, সুস্মিতা কালসার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকায়। অপর আবাসিক আশা সরদারকে দিনকয়েক আগেই মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় এই সরকারি হোমে নিয়ে আসা হয় নদিয়া হোম থেকে।
​
প্রসঙ্গত মাস চারেক আগে এই সরকারি হোম থেকে একই উপায়ে চম্পট দেয় তিন আবাসিক। সাম্প্রতিক অতীতে একাধিকবার একই ঘটনা ঘটেছে। বারবার প্রশ্ন উঠেছে হোমের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। ফের নতুন করে আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা প্রশাসনের তরফ।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us