/anm-bengali/media/post_banners/q4msBKuplRv0LkvH0GlN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই বাড়ির ছাদে বেগুন চাষ করে থাকেন। বাণিজ্যিকভাবে জমিতে বেগুন চাষী ভাইয়েরা 'জ্যাসিড' পোকার আক্রমণে লভ্যাংশ হারাতে থাকেন। তাই জানা দরকার বেগুন গাছে জ্যাসিড পোকার আক্রমণে বেগুন গাছের পাতা পোড়া ও হলুদ রোগ নির্মূল করতে যা যা করণীয় প্রথমে জেনে নেওয়া দরকার। পোকার আক্রমণ বেশি হলে পাতার কিনারা পুড়ে যায় এবং পুরো পাতা হলুদ হয়ে যায়। গাছ দুর্বল হয়ে ফলন কমিয়ে দেয়। গাছের সম্পূর্ণ পাতা ঝরে পরতে পারে যদি এই ভাবেই সব পাতা পোকায় খেয়ে নেয়। বেগুন গাছে জ্যাসিড পোকা দমনের জন্য প্রাথমিকভাবে পাতা উল্টিয়ে হাত দিয়ে টিপে অথবা প্রতি লিটার জলে এক চিমটি সাবানের গুড়া মিশিয়ে স্প্রে করা দরকার। অত্যধিক বেশি আক্রমণ হলে রিপকর্ড, একতারা, এডমায়ার, ইমিটাফ, টাফগর, সুইটপ্রিম ইত্যাদির যেকোন একটি ব্যবহার করা যেতে পারে। প্রতি লিটার জলে, ৮ থেকে ১০ ফোঁটা হিসেবে জলে মেশাতে হবে। এই প্রক্রিয়াতে সার প্রয়োগ করলে বেগুনের পোকা নির্মূল করা সম্ভব। ফলে চাষিদের ফলনও বৃদ্ধি পাবে এবং মুনাফাও বাড়বে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us