মমতা ঝুঁকে গা নেহি: সায়নী ঘোষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতা ঝুঁকে গা নেহি:  সায়নী ঘোষ

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ এবার পুষ্পা সিনেমার ডায়লগ দিলেন রাজ্য যুব তৃনমুল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।সোমবার রাতে ডেবরা গ্রামীন উৎসব এর মঞ্চে উপস্থিত হন তিনি। দর্শকদের অনুরোধে পুষ্পার অঙ্গভঙ্গিমায় তিনি পুষ্পার ডায়লগ দেন। তিনি বলেন, 'ভোট দিতে গেলে চুপচাপ তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন। যখন কেউ জিজ্ঞাসা করবে কোথায় ভোট দিলেন তখন গলায় হাত রেখে বলবেন "মমতা ঝুঁকে গা নেহি"।'