New Update
/anm-bengali/media/post_banners/KtpPpvlJmEvXZI1PgeoL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার আগ্রাসনের জন্য বিশ্বের ক্রীড়াঙ্গন থেকে রাশিয়াকে বয়কট করার রব উঠছে চারিদিক থেকে। কখনও জাতীয় পতাকা, কখনও জাতীয় সঙ্গীত আবার কখনও ফিফার মাঠ থেকেই নিষিদ্ধ করার রব উঠছে রাশিয়ার বিরুদ্ধে। এবারে আইওসি-র তরফ থেকে রাশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ ঘোষণা করার কথা উঠল। জানা গিয়েছে, বিশ্বের যেকোনো ক্রীড়াঙ্গনেই স্থান যাতে না পায় রাশিয়ান খেলোয়াড়রা। সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us