New Update
/anm-bengali/media/post_banners/dec6E52uvop7EbF3cIld.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার পূর্ব আগরতলা থানায় জেরার মুখে পশ্চিমবঙ্গের ৩ তৃণমূল নেতা। ২০২১এর ২১ শে নভেম্বর পশ্চিমবঙ্গ ইয়ুথ তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ এর ওপরে যে মামলা জারি করা হয় তার উওরে ভিত্তি করেই এই জেরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানান, আজেবাজে কেস যেগুলো ভিত্তিহীন, যে কেস গুলোর সাথে তাদের কোনো সম্বন্ধ নেই সেই বিষয় নিয়ে আলোচনা হয়। এবং তারা জানান যেকোন জেরার মুখোমুখি হতে তারা রাজি আছেন। এবং বলেন, ওরা ভয় পাচ্ছেনা।এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে চমকে ধমকে এজেন্সি পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us