New Update
/anm-bengali/media/post_banners/1CCKShCURjm4ghkd47hB.jpg)
জামুড়িয়া, হরি ঘোষ -বনধ সমর্থনে বিজেপির পথ অবরোধ কে ঘিরে উত্তেজনা জামুড়িয়ায়।দুই নম্বর জাতীয় সড়কের বগড়া এলাকায় পথ অবরোধ করতে আসেন বিজেপি নেতা সন্তোষ সিং সহ বিজেপি নেতা কর্মীরা। জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পথ অবরোধে বাধা দেন। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। এই ঘটনায় বিজেপি নেতা সন্তোষ সিং সহ আটক ৪ জন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us