New Update
/anm-bengali/media/post_banners/s5jPbEWjFNhKrIFD7tmB.jpg)
রাহুল পাসোয়ান- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সালানপুর কালিতলা শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে এলাকার মানুষ মন্দিরে প্রণাম করতে গেলে তারা দেখতে পায়, মন্দিরের প্রথম দরজার তালাভাঙ্গা। এবং দানপাত্রটি ভাঙ্গা। মন্দির কমিটি জানান যে প্রতিদিনের মতো মা কালী মন্দিরে প্রণাম করতে এলে দেখা যায়, মন্দিরের প্রথম দরজার তালাটি ভাঙ্গা এবং বেশকিছু আসবাব পত্র নেই।
​
যদিও মন্দিরের ভেতরের দ্বিতীয় দরজাটির তালা, চোরেরা ভাঙ্গতে পারেনি। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us