New Update
/anm-bengali/media/post_banners/jALKgytR0JDw2co42kaO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার পেনশন-জট এখনও খোলেনি। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে অবসর নেওয়া অধিকাংশ পুরকর্মী পেনশনের টাকা এখনও হাতে পাননি বলে অভিযোগ। পুরসভা সূত্রের খবর, আগামী মাস থেকে ‘কমিউটেশন ভ্যালু’ বাবদ মোটা অঙ্কের টাকা বাদ দিয়ে পেনশন চালু করার চিন্তাভাবনা করছে পুরসভা। সে ক্ষেত্রে অবসরকালীন প্রাপ্যের একটি বড় অংশ (গ্র্যাচুইটি, কমিউটেশন) আপাতত আটকে রেখেই পেনশন চালু করা হতে পারে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us