খাতা খুললো মোহনবাগান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খাতা খুললো মোহনবাগান



নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে গোয়ার বুকে নেমে পড়েছে আইএসএল-এর দুই দল মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় গোলের মুখ দেখলো মোহনবাগান। কোলাকোর পায়ের জাদুতে ১ গোল দিয়ে খাতা খুললো মোহনবাগান। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর স্কোর শূন্য। ম্যাচের স্কোর ১-০।