​নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনে সেনা মোতায়েন করেছে। এই যুদ্ধের ফলে প্রাণ ও বাসস্থান হারা হয়েছেন বহু মানুষ। এই যুদ্ধের আঁচ পড়েছে ক্রীড়া জগতেও। এবারে ইউক্রেনের সৈন্য দলে যোগদান করলেন টেনিস তারকা সার্জি স্তাখোভস্কি। বিশ্বের টেনিস তালিকার ৩১ নম্বরে নিজের নাম তুলিয়েছিলেন এই টেনিস তারকা।