মানালি পাত্র,মুর্শিদাবাদঃ গো ব্যাক স্লোগান নাড়ুগোপালের। অধীর চৌধুরী ভোটের পরিবেশ নষ্ট করছে। বুথে বুথে গিয়ে ভোটারদের প্ররোচিত করছে এই অভিযোগ এনে অধীর চৌধুরীর গাড়ীর সামনে ধর্ণায় বসে তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল। আটকে দেওয়া হয় গাড়ী। অধীর চৌধুরী জানান, 'আমাকে আটকে ভোট লুঠ করতে চায় তৃণমূল। তারা বলুক আমরা তাহলে ভোটে লড়াই করবো না। লুঠের জন্য এইসব নাটক করা হচ্ছে'।