New Update
/anm-bengali/media/post_banners/p8uefPykb8o3U10PyBmy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তানজানিয়ার কিলি এবং নীমার প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেডিও অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতীয় সঙ্গীতের প্রতি তাঁরা নিজেদের আবেগ দেখিয়েছেন। তারা লতা দিদিকে শ্রদ্ধা জানায়। কিলি, নীমা আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের মতোই আমাদের বাচ্চারাও একই কাজ করছে কন্নড় শিক্ষার্থীরা জম্মু ও কাশ্মীরে (ভাষা) লিপ সিঙ্ক করছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us