উত্তপ্ত রাজধানী আগরতলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উত্তপ্ত রাজধানী আগরতলা



নিজস্ব প্রতিনিধি- অন্যান্য দিনের থেকে বেশ ভিন্ন রুপে দেখা গেল আগরতলাকে। এ যেন এক রণক্ষেত্র। শনিবার বিকেল থেকেই শুরু হয় সংঘাত। সেই সংঘাতেই রাজধানীর চিত্র পালটে গেছে।আগরতলা শহরের কামারপুকুর পাড় থেকে সেই সংঘাত  গোটা রাজধানীর প্রানকেন্দ্রে।এমনকি রাজধানীর প্রানকেন্দ্রে পেট্রোল বোমাও নিক্ষেপ করা হয়।
কংগ্রেসের সভায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মণ বলেন,
'জঙ্গলের রাজত্বে এর থেকে বেশি প্রত্যাশা মানুষ আর কি করবে, গণতান্ত্রিক বাতাবরণ রাজ্যে কায়েম নেই। পুলিশ শুধু ঠুঁটো জগন্নাথ, এদের প্রশ্রয় এবং আশ্রয়ে তাদের এই সমস্ত আক্রমণগুলো হানাচ্ছে। আমরা চার দিন আগে এই প্রোগ্রাম হবে পুলিশের কাছে ইন্টিমেশন দিয়েছি। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। আজ (শনিবার)৩:১৫ নাগাদ মুখ্যমন্ত্রীর চাপে পড়ে পুলিশ বলছে, রিগ্রেট আজকের প্রোগ্রামের পারমিশন আমরা দিতে পারছিনা, আইন-শৃঙ্খলা জনিত কারণে। যারা হামলাকারী মঞ্চের পেছন থেকে এসে হামলা করলো তাদের সঙ্গে পুলিশ ও ছিল।এগুলি ফ্যাসিস্ট মানসিকতা, এ রাজ্যের মানুষই তার জবাব দেবে। আমি ব্যাথা পেয়েছি চোট পেয়েছি, আমাদের প্রচুর রক্ত ঝরেছে আজকের অনুষ্ঠানে আমি সেটাকে বড় করে দেখছি না। আমার চিন্তা হচ্ছে এ রাজ্যের মানুষের কি হবে মা বোনেদের তো এরা টেনে হিঁচড়ে বের করে আনবে।'


এদিকে সেই প্রসঙ্গে ত্রিপুরার বিজেপি দলের লোকসভা কেন্দ্রের সদস্য প্রতিমা ভৌমিক সুদীপ কে ইঙ্গিত করে বলেন, "ওনার থেকে বেশি কিছু আশা করা যায় না।যতদিন না পর্যন্ত নির্বাচন আসবে ততদিন পর্যন্ত আপনারা অভিনয় দেখতে পাবেন।"