কেমন যাবে বৃষ রাশির চলতি সপ্তাহ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কেমন যাবে বৃষ রাশির চলতি সপ্তাহ?

নিজস্ব সংবাদদাতাঃ দেখে নিন কেমন যাবে বৃষ রাশির চলতি সপ্তাহ।  কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু স্থানে উঠবেন না। নিকট কোনও আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও মূল্যবান দব্য চুরি হওয়ার যোগ। দূরে কোনও স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভাল হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য ভাল সময়। খেলাধূলার ক্ষেত্রে ভাল কোনও সুযোগ আসতে পারে।