New Update
/anm-bengali/media/post_banners/j7PmaMxynwnwJ549BC52.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যে কোনও মানুষই সাধারণত গান, ফুল আর শিশুদের ভালবাসেন। অর্থাৎ গান বাজনা শুনতে প্রায় সব মানুষই পছন্দ করেন। কিন্তু আমাদের ১২টা রাশির মধ্যে বিশেষ কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁদের দিনের মধ্যে বেশির ভাগ সময় গান শুনতে ভাল লাগে। অর্থাৎ গানের প্রতি তাঁরা একটু বেশি অনুরক্ত থাকেন। দেখে নিন কোন রাশির মানুষ গানের প্রতি বেশি অনুরক্ত হন—
কর্কট
কর্কট রাশির জাতকরা চন্দ্রের অধিপতি হওয়ায় গানের প্রতি একটু বেশি আগ্রহী হন। গান করার থেকে শুনতে বেশি পছন্দ করেন এঁরা। অকারণে অন্যান্য বিষয় নিয়ে সময় না কাটিয়ে গান শুনতে বেশি ভালবাসেন।
তুলা
তুলা রাশির জাতকরা শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত থাকেন। ছোটবেলা থেকেই এঁদের গান বাজনার প্রতি বিশেষ আকর্ষণ থাকে। গান নিয়ে জীবনে কিছু করতে চাইলে এঁরা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। গান শুনতে এবং করতে দুটোই পছন্দ করেন এঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us