New Update
/anm-bengali/media/post_banners/8rCWa5he3tlV5O30Chr3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার ইউক্রেনের সমর্থনে এগিয়ে এল এস্তনিয়া। এই সমর্থনের জন্যই এবার রাশিয়ার বিমান সে দেশে নিষিদ্ধ করল এস্তনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। এছাড়াও সমস্ত ইউরোপিয়ায়ান দেশ গুলিকে ইউক্রেনের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। প্রয়োজনে বাকি ইউরোপিয়ান দেশ গুলিতেও রাশিয়ার বিমান নিষিদ্ধ করার আবেদন জানান তিনি। তিনি জানান, গণতান্ত্রিক আকাশে আগ্রাসী রাষ্ট্রের বিমানের কোনও স্থান নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us