নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের আগের দিন কলকাতায় অবৈধ নির্মাণ নিয়ে বিস্ফোরক কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার টক টু মেয়রে একটি ফোন এসেছিল। সেখানে অভিযোগ করা হয় বেআইনি নির্মাণ নিয়ে। এরপরই বিল্ডিং বিভাগ ও পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন কলকাতার মেয়র। তিনি জানান, পয়সা খায় বিল্ডিং বিভাগ এবং থানা। অথচ বদনাম হয় কাউন্সিলরের।