পোল্যান্ডের সিদ্ধান্তকে সমর্থন করলেন লেয়নডস্কি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পোল্যান্ডের সিদ্ধান্তকে সমর্থন করলেন লেয়নডস্কি



নিজস্ব সংবাদদাতাঃ কিছুক্ষণ আগে পোল্যান্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপের প্লেঅফ খেলবে না পোল্যান্ড। এবারে পোল্যান্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন লেয়নডস্কি। তিনি এই প্রইস্থিতির প্রেক্ষিতে জানান, "এটাই যে সঠিক সিদ্ধান্ত তা নিয়ে সন্দেহ নেই। ইউক্রেনের বিরুদ্ধে যে সশস্ত্র আক্রমণ চলছে, তার মাঝে রাশিয়ায় গিয়ে ম্যাচ খেলার কথা ভাবতেই পারি না। রাশিয়ার ফুটবলার এবং সমর্থকরা এর জন্য দায়ী নন। কিন্তু সব কিছু দেখেও আমরা চুপ করে বসে থাকতে পারি না।"