নিজস্ব সংবাদদাতা : হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য একটি অ্যাডভাইজরি জারি করেছে। যেখানে নির্বিঘ্নে জাহোনি-উজহোরোড সীমান্ত দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য হাঙ্গেরি সরকারের সঙ্গে সমন্বয় রাখছে ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের যোগাযোগ ইউনিটকে নিযুক্ত করা হয়েছে জাহোনিতে। এই ইউনিটটি সমন্বয় রাখছে উজহোরোডে হাঙ্গেরির কনসাল জেনারেলের সঙ্গে। বুধাপেস্ট হয়ে ভারতে ফেরার জন্য এই পথ দিয়েই যেতে হবে। যদি কেউ কেপিপি টায়সা বর্ডার ক্রসিং দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে চান সেক্ষেত্রে উজহোরোডে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাঙ্গেরিয়ান কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে ফোন নম্বর সহকারে। তবে সীমান্ত পেরনোর সময় সঙ্গে থাকতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস।