কিয়েভে জারি হল কারফিউ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কিয়েভে জারি হল কারফিউ


নিজস্ব সংবাদদাতাঃ কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করছেন। এই কারফিউ চলবে বিকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এই কারফিউ চলবে। ভিটালি ক্লিটসকো জানান, "কারফিউ চলাকালীন রাস্তায় সমস্ত বেসামরিক নাগরিককে শত্রুর নাশকতা এবং পুনরুদ্ধারকারী গ্রুপের সদস্য হিসাবে বিবেচনা করা হবে"।