নিজস্ব সংবাদদাতাঃ রুশ সেনা বাহিনীর হামলা থামানোর যথাসাধ্য চেষ্টা করছে ইউক্রেন। কার্যক্ষেত্রে সাহায্য না করলেও এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বকে সতর্ক করে ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য যে যুদ্ধ চলছে তা দীর্ঘমেয়াদি হবে এবং সেই কারণে গোটা বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।