New Update
/anm-bengali/media/post_banners/mG7EyQ7zwNVDBIxLOlAL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে বাগমারিতে ফের দুর্ঘটনা। ট্রাম লাইনে পিছলে বাইক উল্টে আহত ২। সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাঁকুড়গাছির দিক থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় বাইক। আহত হন দুই আরোহী।প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল বাগমারিতেই ট্রাম লাইনে পিছলে বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অ্যাপ নির্ভর বাইক চালকের। গুরুতর আহত বাইক আরোহী এক তরুণী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us