New Update
/anm-bengali/media/post_banners/rkA5xNxieYnh1PUpj7rO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোরের আলো তখন ফুটেছে সদ্য। অন্ধকার পুরোটাও কাটেনি। আলো-আঁধারি পরিস্থিতিতেই জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের মিলপাড়া রোডের সুপার মার্কেট মোড়ে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। দ্রুত গতির লরির পিষে দিয়ে চলে গেল ব্যক্তিকে। এখানেই শেষ নয়, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে মৃতদেহটিকে ওই অবস্থাতেই টানতে-টানতে নিয়ে চলে গেল বহুদূর অবধি। পরে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। সূত্রের খবর,মৃতের নাম তাজিমুল হক। বয়স আনুমানিক ৫০। তিনি মাগুরমারি এলাকার বাসিন্দা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us