ইউক্রেনে আটকে পড়া রাজ্যবাসীকে ফেরাতে তৎপরতা তামিলনাড়ু সরকারের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেনে আটকে পড়া রাজ্যবাসীকে ফেরাতে তৎপরতা তামিলনাড়ু সরকারের

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে আটকে পড়া তামিল প্রবাসীদের ফেরানোর উদ্যোগ নিল তামিলনাড়ুর সরকার। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘোষণা করেছেন, ''আটকা পড়া প্রায় ৫০০০ ছাত্র এবং তামিল প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত, ইউক্রেন থেকে ৯১৬ জন ব্যক্তি তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।'' যাদের সাহায্যের প্রয়োজন তাদের স্টেট নোডাল অফিসারদের নম্বর দিয়ে বলা হয়েছে, সাহায্যের জন্য স্টেট নোডাল অফিসার, আইএএস জ্যাকিন্থা লাজারাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। নম্বরগুলি হল - 9445869848, 9600023645, 9940256444 ও 044-28515288। সাহায্য চাওয়া যেতে পারে তামিলনাড়ু পোধিগাই ইলাম, নিউ দিল্লিতে ইউক্রেন জরুরি সহায়তা কেন্দ্র থেকে। দেওয়া হয়েছে হোয়াটস অ্যাপ নম্বর - 9289516716 এবং ইমেল আইডি: ukrainetamils@gmail.com এবং তামিलনাড়ুর স্টেট ইমার্জেন্সি কন্ট্রোল রুম টোল-ফ্রি নম্বর 1070 এও কল করা যেতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।