বিদেশমন্ত্রকের টিমের সঙ্গে সমন্বয় রেখে ছাত্রদের প্রস্থানের পরামর্শ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিদেশমন্ত্রকের টিমের সঙ্গে সমন্বয় রেখে ছাত্রদের প্রস্থানের পরামর্শ

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেনের সংঘাতের জেরে আটকে পড়েছে এদেশের বহু পড়ুয়া। তাদেরকে বিদেশমন্ত্রকের টিমের সঙ্গে সমন্বয় রেখে প্রস্থানের পরামর্শ দিল হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। ছাত্রদের উদ্দেশ্যে বলা হয়েছে, ''সীমান্ত ও চেকপয়েন্টের কাছাকাছি যে সকল ভারতীয় নাগরিক, বিশেষত ছাত্ররা রয়েছেন তাদের পরামর্শ দেওয়া হচ্ছে বিদেশমন্ত্রকের টিমের সঙ্গে সমন্বয় রেখে একটি সংগঠিত পদ্ধতিতে দ্রুত প্রস্থানের জন্য।'' হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এও জানানো হয়েছে যে, ভারত সরকার ও ভারতের দূতাবাস রোমানিয়া এবং হাঙ্গেরি থেকে তাদের সরিয়ে নেওয়ার রুট স্থাপনের জন্য কাজ করছে। বর্তমানে, টিমগুলি চপ-জাহনি হাঙ্গেরিয়ান সীমান্তে উঝহোরোদের কাছে, চেরনিভতসির কাছে পোরুবনে-সিরেট রোমানিয়ান সীমান্তে জায়গা পাচ্ছে।