নিজস্ব সংবাদদাতাঃ এবারে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে তাইওয়ান। সূত্রের খবর ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে তাইওয়ান প্রশাসন। শুক্রবার স্ব-শাসিত দ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। পাশাপাশি তাইওয়ান রাশিয়ার সিদ্ধান্তের কঠোর নিন্দা করে।