New Update
/anm-bengali/media/post_banners/YLwhMTYp9509PiWdqiHF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ গোয়ার বুকে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ওড়িশা। প্রথমের গোয়ার কাছে থেকে এক গোল খেয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু কিছুক্ষণের মধ্যে পাল্টা জবাব দেয় সবুজ-মেরুণ বাহিনীও। কিন্তু গোটা ম্যাচে এরপর কোনো তরফ থেকেই আর গোল আসেনি। ড্র করেই থেমে যায় ম্যাচ। লিগ তালিকার তৃতীয় স্থানেই স্থান হয় মোহনবাগানের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us