রাশিয়ার হামলায় বাজার ‘রক্তাক্ত’!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাশিয়ার হামলায় বাজার ‘রক্তাক্ত’!

নিজস্ব সংবাদদাতাঃ অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে দালাল স্ট্রিট। করোনা মহামারীতে মৃত্যুর লহরের সঙ্গে সমানুপাতিক রক্তক্ষরণ হয়েছে শেয়ার বাজারে। তারপরেও ঘুরে দাঁড়িয়েছে। আকাশ ছুঁয়ে সে সময় শেয়ার বাজারই আশা দেখিয়েছিল এভাবেও ঘুরে দাঁড়ানো যায়। কিন্তু যুদ্ধের কাছে কে আর জেতে? বৃহস্পতিবার ইউক্রেনে রুশ অভ্যুত্থানের পরই সেই ঘুরে দাঁড়ানোর মেরুদণ্ড ভেঙে গেল শেয়ার বাজারের। এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিন বাজার খুলতেই সেনসেক্স ২০০০ পয়েন্ট এবং নিফটি প্রায় সাড়ে ৪০০ পয়েন্ট পড়ে। আর দিনের শেষে সেনসেক্স ২৭০০ পয়েন্ট ও নিফটি ৮১৫ পয়েন্ট পড়ে বাজার বন্ধ হয়। 

বৃহস্পতিবার বাজারের দুই সূচক সেনসেক্স ৪.৭২ শতাংশ পড়ে ৫৪,৫৩০ অঙ্ক এবং নিফটি ৪.৭৮ শতাংশ পড়ে ১৬২৪৮ অঙ্কে পৌঁছায়। একদিনে ১৩.৪৭ লক্ষ কোটি টাকা খুইয়ে ফেলেন লগ্নিকারীরা। বম্বে স্টক এক্সচেঞ্জের মোট শেয়ার মূলধন ২৫৫ লক্ষ কোটি থেকে এক ধাক্কায় নেমে দাঁড়ায় ২৪২ লক্ষ কোটি টাকা। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু দিন বাজারে অস্থিরতা থাকবে বলে মনে করা হচ্ছে।