New Update
/anm-bengali/media/post_banners/KjqUvQZTN27CaJ0xyQct.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ড্রাগ মামলায় আটক হলেন শিরোমণি আকালি দলের শীর্ষ নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া। বৃহস্পতিবার মোহালি আদালত ৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে তাকে। গত বছর ডিসেম্বর মাসে মাজিথিয়ার বিরুদ্ধে মাদক র্যাকেডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে মাজিথিয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us