New Update
/anm-bengali/media/post_banners/XWCfIk3gJE3Wr0m0WuYu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদিনে একবার নয়, দু’বার। বোমা ফেটে কেঁপেছে বীরভূম। এরপর বৃহস্পতিবার ফের বোমা উদ্ধার। আর দু’দিন পর যখন বীরভূমে ভোট তার আগে এভাবে বারবার বোমা উদ্ধার রীতিমত কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জেলা প্রশাসনকে। মারগ্রাম থানার অন্তর্গত খারপুকুরের কাছে দু’ড্রাম বোমা উদ্ধার হয়। সূত্রের খবর, ওই দু’টি গ্রামে ৪০ পিস তাজা বোমা ছিল বলে জানা গিয়েছে। বোমাগুলিকে নিষ্কৃয় করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us