New Update
/anm-bengali/media/post_banners/SBUGQVfhlKs8g1BZlcF5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এ অবিক্রিতই থেকে গিয়েছেন সুরেশ রায়না। দীর্ঘ দিন ধরে তিনি সিএসকে-র হয়ে মাঠে নেমে রান তুলেছেন। তাঁকে এক সময় বলা হত মিস্টার আইপিএল। কিন্তু সেই রায়নাকেই কেউ কিনলেন না এবছরের আইপিএল-এর জন্য। এবারে বিদেশে খেলার অনুরোধ করে রায়না বিসিসিআই-কে চিঠি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রায়না বলেন, “আমি বোর্ডকে অনুরোধ করছি আইসিসি ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে আমাকে অন্য দেশে গিয়ে লিগ খেলার অনুমতি দেওয়া হোক। সেটা বিগ ব্যাশ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হতে পারে। কারণ সেখানে খেলার মান আমাদের ঘরোয়া ক্রিকেটের থেকে ভাল। সেখানে খেলে বিদেশের অনেক ক্রিকেটার ফের জাতীয় দলে সুযোগ পায়। আমাকে সে রকম কোনও লিগে খেলার অনুমতি দেওয়া হোক।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us