New Update
/anm-bengali/media/post_banners/l1Lr3FNtMu4Xj7Zmmyug.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বিরাট-কে চিঠি লিখেছিলেন যুবরাজ। আর আজকেই সেই চিঠির উত্তর দিলেন বিরাট কোহলি। তিনি সামাজিক মাধ্যমে বলেন, “যুবি পা, তোমার উপহার এবং চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমাকে প্রথম দিন থেকে যে বেড়ে উঠতে দেখেছে, সে রকম একজনের থেকে এ ধরনের উপহার পাওয়ার অনুভূতি সত্যিই অন্য রকম। তোমার জীবন এবং ক্যান্সারকে হারিয়ে তোমার প্রত্যাবর্তন শুধু ক্রিকেট নয়, সমাজের যে কোনও স্তরের মানুষের কাছে আজ এবং আগামী দিনেও একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us