New Update
/anm-bengali/media/post_banners/AkFXU6Tw3k0yWECR7VCw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পর পর হারে জর্জরিত ইস্টবেঙ্গল। এবারে মুম্বই সিটির কাছে ১ গোলে হেরে অনুতপ্ত ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা। তিনি এখনও মনে করছেন হারার মতো খেলা তাঁরা খেলেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এক গোলে হার মানে হাড্ডাহাড্ডি লড়াই ছাড়া আর কী? হার আমাদের প্রাপ্য ছিল না। অনেক সুযোগ পেয়েছি আমরা। কাজে লাগাতে পারিনি। দু-একটা পেনাল্টিও পেতে পারতাম আমরা।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us