নয়া পালক জুড়তে চলেছে অশ্বিন ও মিতালির মুকুটে

author-image
Harmeet
New Update
নয়া পালক জুড়তে চলেছে অশ্বিন ও মিতালির মুকুটে

​নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের জন্য এ বার স্বীকৃতি পেতে চলেছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও ভারতীয় মহিলা দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। বিসিসিআই (BCCI) অশ্বিন-মিতালির নাম মনোনয়ন করেছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের (Khel Ratna Award) জন্য। পাশাপাশি ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল, জসপ্রীত বুমরা এবং শিখর ধাওয়ানের নাম অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্য পাঠানো হবে।




আরও খবরঃ 


https://anmnews.in/Home/GetNewsDetails?p=7270


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm