New Update
/anm-bengali/media/post_banners/2kYt6FGlOecSpPZFRxhF.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকের আগেও করোনার প্রকোপ কমছেই না। উল্টে তার বাড়বাড়ন্ত দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে জাপান সরকার। তাই কিছুটা বাধ্য হয়েই, টোকিও এবং আশপাশের আরও কয়েকটা শহরে লকডাউন বহাল রাখার কথা ভাবছে। এমনিতেই জাপানের অধিকাংশ শহরে এখন লকডাউন চলছে। ১২ জুলাই তা ওঠার কথা। কিন্তু করোনার প্রভাব এখনও কমেনি। অলিম্পিকের কথা ভেবে তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ জাপান সরকার ও টোকিও গেমসের আয়োজকরা। তাই পুরো জুলাই মাস ধরেই টোকিওতে লকডাউন চলতে পারে, এমনই বলা হচ্ছে।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=7267​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us