New Update
/anm-bengali/media/post_banners/DnHcrNsdAC6AnUmrOZcm.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ ভারতে প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস’ পালন করা হয়। প্রসঙ্গত, এই দিনেই কিমবদন্তী চিকিৎসক ও পশ্চিবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন হিসেবে এই বিশেষ দিন পালন করা হয়। ১৯৯১ সালে ১ লা জুলাই প্রথম ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে চিকিৎসক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তাৎপর্যঃ শুধু অতিমারি অবস্থায় নয়, সারা বছর হাজার হাজার মানুষের জীবন দান করে আসছেন ডাক্তাররা। সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে একনিষ্ঠ এই পেশার সঙ্গে জড়িত মানুষরা। অত্যাধুনিক পদ্ধতিতে চিকিত্সার মাধ্যমে মানুষের উপকার হলেও রোগ নির্ণয় , তাঁর কর্তব্যের জেরে চিকিত্সকদের স্রদ্ধা জানানোর জন্যই এই দিনটি পালন করা হয়।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ, ব্রাজিলে ১৮ অক্টোবর, ইরানে ২৩ অগষ্ট, এই তারিখগুলিতে ডক্চরস ডে পালিত হয়। কিছু কিছু দেশে এই দিনটি অন্যতম ছুটির দিন হিসেবে ক্যালেন্ডারে প্রদর্শিত হয়।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=7248​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us