New Update
/anm-bengali/media/post_banners/mdPo2DozQmsO7Zk1VsLB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনে শ্রীলঙ্কা সফর রোহিতদের। একই সঙ্গে চলছে রঞ্জি খেলাও। এবারে জাতীয় দলে জুনিয়রদের সুযোগ পাওয়া নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, “তোমাদের রান করে যেতেই হবে। মাথা নিচু করে নিজের কাজটা করতেই হবে। আপাতত এটাই তরুণদের বলতে পারি। আমরা ওদের থেকে এটাই এখন প্রত্যাশা করি। ওদেরও উচিত সুযোগ এলে সেটা কাজে লাগাতে। আপাতত রান করাতেই লক্ষ্য দেওয়া উচিত। সিনিয়রদের দলে সুযোগ পাবে কিনা সেটা নিয়ে একেবারেই ভাবা উচিত নয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us